শনিবার, ডিসেম্বর ০৫, ২০০৯

রোহিঙ্গা প্রসঙ্গে মন্তব্য

মার জীবদ্দশায় দেখেছি বাংলাদেশ ভূখণ্ডে রোহিঙ্গাদের (বর্মি মুসলমান) দলে-দলে অনুপ্রবেশ ঘটেছে দু'বার, প্রথম বার ১৯৭৮-এ আর দ্বিতীয় বার ১৯৯১-এ। প্রথম বারের সমস্যাটা মোটামুটি সমাধান করে গছেন তৎকালীন সরকার। কিন্তু ১৯৯১-এর সমস্যাটার অদ্যাবধি সুষ্ঠু সমাধান হয়নি। কারণ তখনকার সরকার এই সমস্যার সুদূরপ্রসারী প্রভাব চিন্তা না করে ধর্মীয় আবেগের তাড়নায় রোহিঙ্গাদের অনুপ্রবেশের সুযোগ দিয়েছিলেন। সেই দিনের সেই সরকারের বিচক্ষণতার অভাবই আমাদের আজকের ভোগান্তি। তখনকার রোহিঙ্গা অনুপ্রবেশে সাংবাদিকদের ভূমিকাও প্রশ্ন সাপেক্ষ। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন এবং আমলারা এসব রোহিঙ্গাকে পাসপোর্ট তৈরি থেকে শুরু করে পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গমনের সুযোগ করে দিয়েছে।

কোন মন্তব্য নেই: