প্রথম টিপস্ : Run এর মাধ্যমে PC কে fast রাখা যায়। প্রথমে Start>Run-এ click করে তার পর Text Bar-এ লিখতে হবে নিম্নরূপ :
tree লিখে তার পর Ok করা।tree exe লিখে তার পর Ok করা।
temp লিখে তার পর Ok করা এবং Ctrl+A চেপে select করে delete করা।
%temp% লিখে তার পর Ok করা এবং Ctrl+A চেপে select করে delete করা।
prefetch লিখে তার পর Ok করা এবং Ctrl+A চেপে select করে delete করা।
recent লিখে তার পর Ok করা এবং Ctrl+A চেপে select করে delete করা।
recover লিখে তার পর Ok করা।
sfc লিখে তার পর Ok করা।
দ্বিতীয় টিপস্ : Event Viewer-এর মাধ্যমে PC কে fast রাখা যায়। এজন্য ধাপে-ধাপে Start>Settings>Control Panel>Administrative Tools>Event Viewer-এ click করতে হবে। এর পর নিম্নরূপ :
Application-এ right click করে তার পর Clear all Events-এ click করে No করা।Security-এ right click করে তার পর Clear all Events-এ click করে No করা।
System-এ right click করে তার পর Clear all Events-এ click করে No করা।।
তৃতীয় টিপস্ : PC ২-৩ ঘণ্টা চলার পর অবশ্যই Win XP Drive ( Local Disk C )-এর Disk Cleanup করতে হবে।
এজন্য My Computer>Local Disk C-এর উপর right click করে তার পর Properties-এ click করে Disk Cleanup-এ click করতে হবে। তার পর সেখানে থাকা Downloaded Progarm Files, Offline Web Page ইত্যাদি বিষয় mark করে Ok করা।চতুর্থ টিপস্ : PC ২-৩ ঘণ্টা চলার পর অবশ্যই একবার Stand By করতে হবে। Stand By করার জন্য Start>Turn off>Stand By-এ click করতে হবে। Stand By করতে হবে ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট। তার পর Key Board/Mouse-এ click করে PC On করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন