মঙ্গলবার, ডিসেম্বর ০৮, ২০০৯

সফটঅয়্যার ছাড়াই সিডি/ডিভিডি রাইট করা যায়

সিডি/ডিভিডি রাইট করার নতুন পদ্ধতি। কোনো সফটঅয়্যার ছাড়াই সিডি/ডিভিডি রাইট করা যায়। প্রথমে যে ফাইলগুলো রাইট করব সেগুলোর উপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু দিয়ে সিডি/ডিভিডিতে ক্লিক করতে হবে। এখন টাস্কবারে নোটিফিকেশন দেখাবে, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে সিডি/ডিভিডি ড্রাইভ ওপেন হবে। ওখানে রাইট দিস ফাইল টু সিডি-তে ক্লিক করতে হবে। এর পর সিডি/ডিভিডি রাইটিং উইজার্ড আসবে। এখন সিডি/ডিভিডির নাম লিখে নেক্সট-এ ক্লিক করতে হবে। এবার সিডি/ডিভিডি রাইট হচ্ছে।

কোন মন্তব্য নেই: