রবিবার, ডিসেম্বর ০৬, ২০০৯

ব্লগারদের দৃষ্টি আকর্ষণ

দানীং বাংলা/বাংলাদেশি ব্লগগুলোতে যে ভাষায় কিছু-কিছু পোস্ট লেখা ও পরবর্তীতে মন্তব্য প্রদান হচ্ছে তা পড়ে ভিরমি খেতে হয়। এই সমস্ত পোস্ট ও মন্তব্য এক কথায় অরুচিকর, অকথ্য, অশ্রাব্য ও অপাঠ্য। আর যাঁরা এসব করেন তাঁরা কেউ-ই আসল নামে ব্লগিং করেন না। তাঁদের Nick গুলোই এর প্রমাণ।
মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে অন্যতম পার্থক্য এই-- মানুষ লোকলজ্জার ভয়ে/কারণে অনেক কিছু প্রকাশ্যে করে না, যা অন্য প্রাণীগুলো করে।
Facebook-এর মতো ব্লগগুলোতেও যদি যার-যার প্রোফাইলে আসল ছবি ও প্রকৃত নাম-ঠিকানা দেওয়ার ব্যবস্থা/বাধ্যবাদকতা থাকত তা হলে বোধহয় পোস্ট ও মন্তব্যের ভাষা এই পর্যায়ে নেমে আসত না।
যুক্তি-তর্ক কিংবা বিশ্বাস-আদর্শের কথা প্রকাশ/প্রচারের জন্য ছদ্মনাম ধারণ করতে হবে কেন? যাঁরা ছদ্মনামে এসব করেন, আমি মনে করি তাঁদের বিশ্বাসে খাদ আছে কিংবা তাঁদের আদর্শ ভুয়া।

কোন মন্তব্য নেই: