শনিবার, নভেম্বর ২৮, ২০০৯

বালিকা উচ্চ বিদ্যালয়, না উচ্চ বালিকা বিদ্যালয়?

ইংরেজিতে লেখা হয় ... Girls' High School
কিন্তু বাংলায় লিখতে গিয়ে
কেউ লেখে ... বালিকা উচ্চ বিদ্যালয়
আর কেউ লেখে ... উচ্চ বালিকা বিদ্যালয়
আপনার আশেপাশের মাধ্যমিক বিদ্যালয় (যেখানে কেবল বালিকারাই পড়ে) গুলোর সাইনবোর্ড-এর দিকে তাকালে এর সত্যতা মিলবে।

আমার মতে প্রথমটাই (... বালিকা উচ্চ বিদ্যালয়) সঠিক। যেহেতু ইংরেজি Primary School, High School এবং College এর বাংলারূপ যথাক্রমে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং মহাবিদ্যালয়। তাই Girls' High School এবং Girls' College এর বাংলারূপ বালিকা উচ্চ বিদ্যালয় এবং বালিকা মহাবিদ্যালয়ই হবে।

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় তথা শিক্ষা অধিদফতর থেকে পরিপত্র জারি করে সংশ্লিষ্ট সবাইকে সঠিকটাকে ব্যবহার করতে আদেশ / নির্দেশ দেওয়া উচিত বলে আমি মনে করি।

আপনারা কী বলেন?

কোন মন্তব্য নেই: